২০৬০

পূর্ববর্তী কতকগুলি আয়াতে মুসলমানদের জন্য নির্দেশাবলী অন্তর্ভুক্ত রহিয়াছে যে, সামাজিক অতি গুরুত্বপূর্ণ ব্যাপারে তাহাদিগকে কিরূপ আচরণ করিতে হইবে। তফসীরাধীন আয়াত অতি জরুরী জাতীয় বিষয়ে কিভাবে আচরণ করিতে হইবে সেই ব্যাপারে আলোকপাত করিয়াছে। মুসলমানদিগকে নির্দেশ দেওয়া হইয়াছে, যখন তাহারা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রসূল করীম (সাঃ)-এর সঙ্গে কার্য সম্পাদনে রত হন, তখন তাঁহার অনুমতি ছাড়া সভা ত্যাগ করা সমীচীন নহে। এই আয়াত হইতে ইহাও ধরিয়া নেওয়া যাইতে পারে যে, জাতি বা সম্প্রদায় সম্পর্কিত বিষয়ে ব্যক্তি তাহার কর্ম-স্বাধীনতা হারায়। নবী করীম (সাঃ), তাঁহার উত্তরাধিকারী অথবা তাঁহাদের স্বীকৃত এবং নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে মুসলমানদের সম্মিলিত সভার সিদ্ধান্তকে প্রতিটি ব্যক্তি অবশ্যই মানিয়া চলিতে বাধ্য থাকিবে।