২০৫-ক

পূর্ববর্তী আয়াতে (উইল-কারীর) কতকগুলি বাধ্যকর নির্দেশ নিরূপণ করা হইয়াছে, যেগুলিকে না মানিলে পাপ হইবে। স্বতঃই মনে হয়, সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসন ইত্যাদি বিষয় উত্তরাধিকার আইন মোতাবেক পরিচালিত হওয়ার নির্দেশ-নামা থাকিবে। যদি উইলকারী এই ধরণের কোনও নির্দেশ-নামা দিয়া থাকেন, তাহা হইলে ঐ নির্দেশনামা ভঙ্গের পাপ তাহাদেরই উপর বর্তাইবে যাহারা ঐ নির্দেশনামা অমান্য করিবে।