পূর্ববর্তী ৩২ আয়াতে বর্ণিত ‘পর্দা’ সম্বন্ধে কুরআন মজীদের চারি জায়গায় পৃথক পৃথকভাবে উল্লেখ করা হইয়াছে। কার্যতঃ ২৪ঃ৩২ আয়াত যখন প্রাথমিক পর্যায়ে গৃহাভ্যন্তরে ‘পর্দার’ কথা বলে, তখন ৩৩ঃ৬০ আয়াত বাড়ীর বাহিরে এবং জনসাধারণের যাতায়াতের পথে ‘পর্দা’ সম্পর্কে আলোচনা করে। একইভাবে ৩৩ঃ৩৩-৩৪ আয়াতগুলি সীমাবদ্ধ ‘পর্দার’ কথা প্রকাশ করে, বিশেষভাবে আঁ-হযরত (সাঃ)-এর পবিত্র স্ত্রীগণের ক্ষেত্রে নির্দেশিত এবং সে কারণেই সকল মুসলমান নারীগণের ক্ষেত্রেও এই বাস্তব অবস্থার প্রতি অঙ্গুলি নির্দেশ করে যে, একজন স্ত্রীলোকের ক্রিয়া-কর্মের প্রধান কেন্দ্র হইল তাহার বাস-গৃহ। যাহা হউক তফসীরাধীন আয়াত আরেক প্রকার ‘পর্দা’ও পেশ করে, অর্থাৎ পারিবারিক কর্মচারী বা চাকর এবং নাবালক শিশুদের পক্ষেও তাহাদের মালিক এবং পিতা-মাতার একান্ত কক্ষে আয়াতে উল্লেখিত বিশেষ তিনটি সময়ে বিনানুমতিতে প্রবেশ করা উচিৎ নহে। ‘যাহীরা’ অর্থ, গ্রীষ্মকালে দ্বিপ্রহরের দাবদাহ; গ্রীষ্মের দুপুর সময়ের কিছু পূর্বে ও কিছু পরে (লেইন)।