তফসীরাধীন এবং সন্নিহিত আয়াতসমূহ ইসলামের মূল সত্য এবং অপরিহার্য নীতির প্রতি অঙ্গুলি নির্দেশ করিতেছে। অর্থাৎ ইসলাম শরীয়াতের পরিপূর্ণ নিয়মাবলী এবং ইহার আদেশ-নিষেধ মানবজীবনের বিভিন্ন দিকগুলিকে অন্তর্ভুক্ত করে এবং হযরত নবী করীম (সাঃ) মুসলমানদিগের জাতীয় জীবনে সর্ব বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী।