এই আয়াত ইহাই বুঝায় যে, অবিশ্বাসীগণ আধ্যাত্মিক তিনটি ব্যাধির মধ্যে একটিতে বা সব কয়টিতে ভোগে, অথবা কেহ কেহ একটি রোগে ভোগে এবং অন্যেরা অন্য ব্যাধিগুলিতে পীড়িত হইয়া থাকে। বাস্তব ঘটনা এই যে, মানবের আধ্যাত্মিক উন্নতির পথে যে তিনটি প্রধান বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিলম্বিত করে এবং প্রতিহত করে ঐগুলি হইতেছে সন্দেহ, ভয় এবং হিংসা।