২০৫০-খ

পাখীরা যাহারা বাতাসে উড়ে। আধ্যাত্মিকভাবে প্রকাশ ভঙ্গী তিনটির মর্মঃ (ক) অতি উচ্চ মার্গের আধ্যাত্মিক মর্যাদার লোকজন; (খ) পার্থিব মনের লোকেরা যাহাদের সমস্ত মনোযোগ ও প্রচেষ্টা জাগতিক অভিষ্টলাভে সীমাবদ্ধ এবং যাহাদের আধ্যাত্মিক বিষয়ের জন্য কোন চিন্তা বা সময় নাই; এবং (গ) ঐসকল লোক যাহাদের আত্মিক অবস্থা উপরোল্লিখিত দুই প্রকার অবস্থার মধ্যবর্তী।