২০৪১

‘আল্-খাবিসাতু’ শব্দের এক অর্থ অসৎ কর্ম বা অশ্লীল কথা। এই অর্থে আয়াতের মর্ম দাঁড়ায় এই যে, দুষ্ট লোকেরা অসৎ কর্ম রটনার প্রশ্রয় নিয়া থাকে, অথচ সাধু এবং ধার্মিক ব্যক্তিগণ হইতে সৎকর্ম এবং পবিত্র ও মহৎ কথা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না।