২০৩৭

হইতে পারে যে, এই ইশারা হযরত আবুবকর (রাঃ)-এর প্রতি করা হইয়াছে। তিনি মিস্তাহ্ নামীয় তাহার এক দরিদ্র আত্মীয়কে বরাদ্দকৃত ভাতা বন্ধ করিয়াছিলেন, যে দুর্ভাগ্যবশতঃ হযরত আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে কুৎসা রটনায় জড়িত ছিল।