২০৩০

স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্দেহ পোষণ যেহেতু পরিবারের সার্বিক সম্পর্কের উপর পরস্পর অবিশ্বাসপূর্ণ যন্ত্রণার সৃষ্টি করিতে পারে, সেইজন্য তফসীরাধীন আয়াতে এক বিশেষ ব্যবস্থা দেওয়া হইয়াছে যদ্বারা এইরূপ অশুভ অবস্থার উদ্ভব হইলে মোকাবিলা করা যায়।