২০২৩

কুরআনের সকল সূরার মধ্যে এই সূরাটিকে বিশেষভাবে ‘সূরাতুন’ অর্থাৎ একটি ‘সূরা’ বলিয়া অভিহিত করা হইয়াছে এই মর্মে যে, ‘সূরা’ শব্দের অর্থ যেহেতু পদ বা মর্যাদা এই জন্য মুসলমানগণ এই সূরার অন্তর্ভুক্ত বিধান ও অধ্যাদেশ পালন করিয়া উচ্চ মর্যাদা এবং মহত্বে উন্নীত হইতে পারে।