২০১৩

“ঈসা (আঃ) খোদার পুত্র” এই মতবাদ যে অসার এবং ভ্রান্ত তাহা এই আয়াত অত্যন্ত কার্যকরভাবে স্পষ্ট করিয়া দিয়াছে। ইহার অন্তর্নিহিত অর্থ এই যে, কাজকর্মে সাহায্য-সহায়তা করার জন্য মানুষ পুত্রের প্রয়োজন বোধ করে; কিন্তু যেহেতু আল্লাহ্‌তা’লা আকাশ ও পৃথিবীর সৃজনকারী এবং সমগ্র বিশ্বের প্রভু ও নিয়ন্ত্রণকারী সেই কারণে কোন সাহায্যকারী বা পুত্রের প্রয়োজন তাঁহার নাই। তদুপরি সমগ্র বিশ্ব এক অবিচল নিয়মের অধীন এবং এই পরিকল্পনার একত্ব ইহার উদ্দেশ্য এবং উহার পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রণকারীর একত্বকেই নির্দেশ করে। পরিচালনা ও কর্তৃত্বের ব্যাপারে দ্বৈত্ব ক্ষমতা বিভ্রান্তি এবং বিশৃংখলার ইংগিত বহন করে।