আঁ-হযরত (সাঃ)-এর স্নেহশীল চাচা আবু তালেব প্রতিমা উপাসকদিগের সঙ্গে আপোষ করিয়া মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার না করার জন্য নবী করীম (সাঃ)-এর নিকট প্রস্তাব দিয়াছিলেন। উত্তরে আঁ-হযরত (সাঃ) যাহা বলিয়াছিলেন তাহাই তাঁহার নিঃস্বার্থ সেবার প্রতিদান গ্রহণের প্রতি পূর্ণ অবজ্ঞার এবং তাঁহার উদ্দেশ্যের সততার উত্তম সাক্ষ্য। সেই অবিস্মরণীয় জবাবটি ছিলঃ ‘যদি তাহারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র আনিয়াও দেয় এবং প্রতিমা উপাসনার বিরুদ্ধে প্রচার বন্ধ করিতে বলে তাহা হইলেও আমার মিশন পূর্ণ না হওয়া পর্যন্ত অথবা এই প্রচেষ্টায় আমি বিলীন না হওয়া পর্যন্ত ক্ষান্ত হইব না’ (তাবারী, ৩য় খণ্ড)।