২০০৫

মানবের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ্‌তা’লা কুরআন মজীদে এইরূপ বিধিনিয়ম স্থাপন করিয়াছেন যাহা তাহার দক্ষতা ও কর্মশক্তির অন্তর্ভুক্ত। সকল অবস্থা, পরিস্থিতি, মেযাজ ও প্রকৃতির জন্য এইগুলি সামঞ্জস্যপূর্ণ।