মানব-প্রকৃতি এমনভাবে গঠিত যে, সে স্বগোত্রের ক্ষমতা, মর্যাদা এবং সম্পদের প্রাচুর্যকে কৃতকার্যতার মাপকাঠি বলিয়া গণ্য করিয়া থাকে এবং এইগুলিকে আল্লাহ্তা’লার সাহায্য সহায়তা পাওয়ারও মানদণ্ডরূপে মনে করে। এই সাধারণ ভ্রান্তি তফসীরাধীন এবং পূর্ববর্তী আয়াতে দূরীভূত করা হইয়াছে।