আল্লাহ্তা’লার সকল নবী-রসূল এক ভ্রাতৃত্ব গঠন করিয়াছিলেন। কারণ তাঁহারা একই ঐশী উৎস হইতে আসিয়াছিলেন এবং তাঁহাদের শিক্ষাসমূহ কমবেশী একরূপ ছিল। তাহাদের আবির্ভাবের লক্ষ্য এবং উদ্দেশ্যও ছিল এক ও অভিন্ন—পৃথিবীতে আল্লাহ্র তৌহীদ এবং মানবের একতা প্রতিষ্ঠিত করা।