‘সিনাই পর্বত’ শব্দদ্বয় আমাদিগকে বাইবেলের মহান ভবিষ্যদ্বাণীটি স্মরণ করাইয়া দেয়ঃ ‘সদা প্রভু সিনাই হইতে আসিলেন, সেয়ীর হইতে তাহাদের প্রতি উদিত হইলেন; পারাণ পর্বত হইতে আপন তেজ প্রকাশ করিলেন, এবং তিনি দশ হাজার পবিত্র সঙ্গীসহ আসিলেন; তাহাদের জন্য তাঁহার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল’ (দ্বিতীয় বিবরণ-৩৩ঃ২;এইচ এফ প্রেস কোট প্রণীত ‘ওয়ানস্ টু সিনাই’ ও দ্রষ্টব্য)।