১৯৮৯

কিরূপে আল্লাহ্‌তা’লা মানবের দৈহিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মিটাইয়া থাকেন, ইহার এক দৃষ্টান্ত তফসীরাধীন আয়াতে দেওয়া হইয়াছে। ইহাতে বলা হইয়াছে যে, সকল জীবন পানির উপর নির্ভরশীল, যাহা বৃষ্টিরূপে এবং তুষার বা শিলারাপে আকাশ হইতে বর্ষিত হয়। একইভাবে আকাশ হইতে ওহী-ইলহামরূপে আধ্যাত্মিক বারি বর্ষিত হয় যাহা ব্যতিরেকে আধ্যাত্মিক জীবন বাঁচিতে পারে না।