১৯৮৬

মানব ক্রমবর্ধনের পূর্ণ পর্যায়ে পৌঁছিয়া গেলে, ক্রমান্বয়ে ক্ষয়-প্রাপ্তির প্রক্রিয়া শুরু হইয়া যায়, যাহার সমাপ্তি ঘটে তাহার মৃত্যুতে। ইহা প্রকৃতির এক অমোঘ নিয়ম যে, সকল জীবনের অবসান হইবে ক্ষয়, বিচ্ছেদ এবং মৃত্যুতে। একমাত্র আল্লাহ্‌তা’লা চিরঞ্জীব, অমর।