১৯৮১

চরম দুর্দশাগ্রস্ত লোকদিগকে সাহায্য প্রদান করা, অথবা অর্থনৈতিকভাবে জাতির অনগ্রসর ভাগ্য-বিড়ম্বিত জনগোষ্ঠীর মঙ্গলার্থে সাহায্য করাই কেবল যাকাতের উদ্দেশ্য নহে, অধিকন্তু অর্থ এবং সামগ্রী মওজুদ বা জমা করাকে নিরুৎসাহিত করাও যাকাতের মহৎ উদ্দেশ্য। এইরূপে উভয়ের দ্রুত সরবরাহ নিশ্চিত করাও যাকাতের উদ্দেশ্য যাহার ফলে সুষ্ঠু ও সঠিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকে।