১৯৮০

দ্বিতীয় স্তর গঠিত হয় অসার দম্ভ ও চিন্তা এবং বৃথা ও মূল্যহীন কর্মকাণ্ড ত্যাগের মাধ্যমে। জীবন এক কঠোর বাস্তব এবং একজন বিশ্বাসীর অবশ্যই জীবনকে এই রূপেই নেওয়া উচিৎ। তাহার জীবনের প্রতিটি মূহূর্ত কার্যকরভাবে নিয়োজিত করা আবশ্যক এবং সকল অসার ও অপ্রয়োজনীয় বস্তুর অনুসরণ বর্জন করা উচিৎ।