এই আয়াত হইতে সেই অভিপ্রেত অবস্থা বা পূর্ব শর্তের বর্ণনা শুরু হইয়াছে যাহা একজন মো’মেনকে জীবনের অভিষ্ট পরম কৃতকার্যতা লাভ করার জন্য আকাংখা করার পূর্বেই উক্ত অবস্থার মধ্য দিয়া অতিক্রম করিতে হয়, যেজন্য আল্লাহ্ তাহাকে সৃষ্টি করিয়াছেন। এই সমস্ত অবস্থা মানবের আধ্যাত্মিক উন্নতির বহু সোপান বা স্তররূপে বিবেচিত হইতে পারে। মানবাত্মার এই সফরে প্রথম স্তর বা ধাপ এই যে, একজন বিশ্বাসী সম্পূর্ণ বিনয়াবনত অবস্থায় ঐশী মহত্ত্ব ও মহিমার ভয়ে ভীত হয় এবং তাহার কৃত পাপের জন্য সে অনুতপ্ত হৃদয়ে তাহার অবনমিত ও নিরহংকার আত্মাকে আল্লাহ্তা’লার প্রতি রুজু ও প্রত্যাবর্তন করে।