এই আয়াত অতি উচ্চ মার্গের মো’মেনদের প্রতি ইশারা করিতেছে, যাহাদের চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী আয়াতগুলিতে উল্লেখ করা হইয়াছে। এই সকল বিশ্বাসী কেবল নাজাতই (মুক্তি) লাভ করিবে না, উপরন্তু সফলতাও অর্জন করিবে। কারণ নাজাত-প্রাপ্তি অপেক্ষা ‘ফালাহ্’ (সফলতা) অর্জন অধিকতর আধ্যাত্মিক উচ্চ স্তর বা মর্যাদা বিশেষ।