১৯৭২

সকল জাতি এবং গোষ্ঠীর মধ্যেই কোন ঐহিক প্রার্থনা বা ইবাদত পরিদৃষ্ট হয়। উক্ত বাস্তব ঘটনা এই সত্যের দিকেই দৃষ্টি আকর্ষণ করে যে, সকল ধর্মমতের মধ্যে, ইসলাম ধর্মই সর্বপ্রথম এই সত্য প্রকাশ ও ঘোষণা করিয়াছে যে, সমগ্র মানবজাতির মধ্যেই আল্লাহ্‌তা’লার উপাসনা শিক্ষা দেওয়ার জন্য তাঁহার নিকট হইতে নবী-রসূল আবির্ভূত হইয়াছিলেন।