এই আয়াত প্রকৃতির বিস্ময়কর নিয়মের প্রতি কাফেরদের দৃষ্টি আকর্ষণ করিতেছে যাহা তাহাদের চক্ষুর সম্মুখে উন্মীলিত রহিয়াছে। ইহা বলার অভিপ্রায় এই যে, তাহারা কি দেখিতে পায় না যে, আরবের বন্ধ্যা ও উষর মরুভূমি এবং আধ্যাত্মিকভাবে মৃত ভূমির উপর ঐশী রহমতের বৃষ্টি বর্ষিত হইয়াছে এবং ইহাতে নব-জীবনের স্পন্দন শুরু হইয়াছে এবং সর্বত্র তাজা ও সবুজ গাছপালা বিরাজ করিতেছে? অর্থাৎ দেশের সর্বত্র আধ্যাত্মিক জাগরণ পরিলক্ষিত হইয়াছে এবং ইসলাম গভীরভাবে আপন শিকড় গাড়িয়াছে।