১৯৭

ভাল, পবিত্র এবং পুষ্টিকর খাদ্য খাও—বাক্যটির তাৎপর্য হইল, মুসলমানকে এমন সব দ্রব্য ব্যবহার হইতে বিরত থাকিতে বলা হইতেছে, যাহা মানুষের শারীরিক, নৈতিক কিংবা আধ্যাত্মিক স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, যদিও শরীয়াতে ইহার ব্যবহার নিষিদ্ধ নহে।