১৯৬৭

যাহারা আল্লাহ্‌তা’লার জন্য নিজেদের ঘরবাড়ী এবং সমস্ত প্রিয় বিষয়াদি ত্যাগ করিয়া তাঁহারই পথে জীবন অতিবাহিত করে এবং তাঁহারই জন্য নিত্য দিন কার্যে ব্যাপৃত অবস্থায় মৃত্যু বরণ করে, তাহারা ঐ সকল লোকের শ্রেণীভুক্ত হওয়ার যোগ্য যাহারা প্রকৃতই আল্লাহ্‌র রাস্তায় যুদ্ধ করিয়া শহীদ হয়, একমাত্র আল্লাহ্‌তা’লার অভ্রান্ত জ্ঞানই তাহাদের জীবনকে অব্যাহত রাখে। ইহাই হইল অথবা স্বাভাবিকভাবে মারা যাওয়ার মর্মার্থ।