সাধারণভাবে প্রয়োগ ছাড়াও এই আয়াত বিশেষভাবে মক্কার পতন সম্পর্কে প্রযোজ্য। সেদিন আরবে আল্লাহ্তা’লার আধিপত্য প্রতিষ্ঠিত হইয়াছিল এবং প্রতিমা-উপাসনা উহাদের শক্তির কেন্দ্র হইতে চিরতরে বিদায় নিয়াছিল এবং আল্লাহ্র পবিত্র সিদ্ধান্ত এই শব্দগুলিতে উচ্চারিত হইয়াছিল ‘সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। নিশ্চয় মিথ্যা বিলীন হওয়ারই’(১৭ঃ৮২)।