১৯৬৩

আমরা পূর্ববর্তী আয়াতের যে ব্যাখ্যা করিয়াছি তাহা এই আয়াতও সমর্থন করে। ভিত্তিহীন কল্প-কাহিনী যাহা কতিপয় নাদান ও ব্যাখ্যাকারী উক্ত আয়াত সম্পর্কে জালিয়াতি করিবার দায়িত্ব নিজেদের স্কন্ধে তুলিয়া লইয়াছিল, তাহা ন্যায়নিষ্ঠার সম্পূর্ণ পরিপন্থী। এই আয়াতের অভিপ্রায় হইতেছে যে, শয়তানী চরিত্রের লোকেরা আল্লাহ্‌র প্রেরিতগণের মিশন প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে ইহার অগ্রগতি রোধ করিবার জন্য প্রচেষ্টা চালায়। এবং উহারা এরূপ লোক যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, তাহারাই পথভ্রষ্ট। কিন্তু আল্লাহ্‌তা’লা এই রূপ সকল প্রতিবন্ধকতা দূর করিয়া দেন এবং প্রাথমিক ও স্বল্প স্থায়ী বাধা-বিপত্তির পরে সত্য নিয়মিত গতিতে উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হইতে থাকে।