এই আয়াতে মুসলমানদিগকে এই আদেশ দেওয়া হইয়াছে যে, তাহাদের হাতে যখন ক্ষমতা আসিবে, তখন ইহা তাহাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা সমীচীন হইবে না, বরং দরিদ্র ও অবহেলিত লোকদিগের ভাগ্যের উন্নতি বিধানের জন্য এবং তাহাদের কর্তৃত্বাধীন রাজ্যগুলিতে শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠিত করিবার জন্য উক্ত ক্ষমতা নিয়োজিত করিতে হইবে এবং ইবাদত বা উপাসনার স্থানসমূহকে রক্ষা করা ও সম্মান করা তাহাদের কর্তব্য হইবে।