বিজ্ঞ ব্যক্তিরা এ ব্যাপারে একমত যে, ইহাই প্রথম আয়াত যাহা মুসলমানদিগকে আত্ম-রক্ষার্থে অস্ত্র হাতে তুলিয়া লওয়ার অনুমতি দিয়াছিল। ইহা নীতি নির্ধারণ করিয়া দিয়াছে যে, অবস্থা বিশেষে মুসলমানগণ আত্ম-রক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হইতে পারে এবং পরবর্তী আয়াতসমূহের পাশাপাশি ইহা ঘোষণা করিয়াছে, কি কারণে অস্ত্রহীন ও জাগতিক উপায়-উপকরণবিহীন অল্প সংখ্যক মুসলমান আত্ম-রক্ষার্থে যুদ্ধ করিতে বাধ্য হইয়াছিল। তাহারা মক্কার জীবনে অনেক বৎসর অবিরাম কঠোর নির্যাতন ভোগ করিবার পর মদীনায় হিজরত করিলে, সেখানেও শত্রু তীব্র ঘৃণায় তাহাদের পিছনে ধাওয়া করিয়া তাহাদিগকে হয়রানি ও ব্যতিব্যস্ত করিয়াছিল। এই আয়াতে প্রথম কারণ স্বরূপ বলা হইয়াছে যে, তাহারা নির্যাতিত হইয়াছিল।