১৯৫

ইহা এক অদ্ভুত ব্যাপার যে, যদিও ধর্ম মানুষের অবিনশ্বর জীবনের সাথে গভীর সম্পর্ক রাখে, তথাপি মানুষ অন্ধের মত পূর্ববতীদের অনুসরণ করিতে থাকে। ইহা সত্যই আক্ষেপের ব্যাপার। সাংসারিক বিষয়াদি, যাহা কেবল মাত্র ইহ-জীবনের সুখ-সুবিধাতে সীমাবদ্ধ, আর তাহাও আংশিকভাবে, সেখানেও মানুষ অতি সযত্নে চিন্তা-ভাবনা করিয়া নিজের জন্য সঠিক পথ বাছিয়া লয়, অন্যকে বিচার-বিবেচনাহীনভাবে অন্ধের মত অনুসরণ করিতে চায় না।