এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত ইব্রাহীম (আঃ)-এর সময়ের বহু পূর্ব হইতেই কা’বা ঘরের অস্তিত্ব বিদ্যমান ছিল। প্রকৃত ঘটনা হইতেছে যে, কাবা ঘর হযরত আদম (আঃ) কর্তৃক নির্মিত হইয়াছিল ইহাই প্রথম উপাসনালয় যাহা এই পৃথিবীর বুকে নির্মিত হইয়াছিল (৩ঃ৯৭)। হযরত ইব্রাহীম (আঃ)-এর যুগ পর্যন্ত কালের আবর্তনে ইহা ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। আল্লাহ্ ওহীর দ্বারা তাঁহার নিকট ইহার স্থান প্রকাশ করিলে তিনি এবং তাঁহার পুত্র ইসমাঈল (আঃ), যিনি আঁ-হযরত (সাঃ)-এর পূর্ব-পুরুষ, এই ঘর পুননির্মাণ করিয়াছিলেন। আরও দেখুন টীকা ১৪৬।