১৯৩১

কেবলমাত্র তাহারাই শয়তান কর্তৃক বিপথে পরিচালিত হইয়া থাকে যাহারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে ও উহাকে অনুসরণ করে। কুরআন করীম বর্ণনা করে যে, আল্লাহ্‌তা’লার ন্যায়পরায়ণ বান্দাদের উপর শয়তানের কোন কর্তৃত্ব নাই। কেবল সেই সকল লোকেরাই বিপথগামী হয়, যাহারা তাহার কুপরামর্শ গ্রহণ করে (১৬ঃ১০০-১০১, ১৭ঃ৬৬)।