আমরা আকাশকে গুটাইয়া লইব উক্তির মর্ম ইহাও হইতে পারে যে, বিশাল সাম্রাজ্যসমূহকে ঝাটাইয়া দূর করা হইবে, শক্তিশালী জাতিগুলি ধ্বংসপ্রাপ্ত হইবে এবং তাহাদের স্থলে অন্যান্য জাতি ক্ষমতাশালী হইয়া ইঠিবে। অথবা এইরূপ অর্থও হইতে পারে যে, বিশ্ব-নবী আঁ-হযরত (সাঃ)-এর মাধ্যমে এক মহান রূপান্তর ঘটবে এবং পুরাতন আকাশ গুটান হইবে। পুরাতন নিয়ম লোপ পাইবে এবং তৎপরিবর্তে শ্রেষ্ঠতর এক নতুন নিয়ম জন্ম লাভ করিবে। পৃথিবী কোন জাতির জীবনে এরূপ পরিবর্তন কখনো দেখে নাই যেমনটি দেখিয়াছিল নবী করীম (সাঃ)-এর যুগে।