পূর্ববর্তী আয়াতের সঙ্গে সংযুক্ত করিয়া পড়িলে বর্তমান আয়াতের অভিপ্রায় ইহাই মনে হয় যে, প্রকৃতির নিয়ম এমনভাবে কাজ করে যে, কোন জাতির গৌরবময় জাকজমকের তুঙ্গ অবস্থার পরে একবার যখন উহা মৃত এবং ধ্বংসের শিকারে পরিণত হয় তখন উহা লুপ্তগৌরব কখনো পুনরুদ্ধার করিতে পারে না। এমনকি ইয়া’জুজ-মা’জুজ তাহাদের পার্থিব গৌরব ও মর্যাদা সত্ত্বেও একই নিয়মের শিকার হইবে। তাহাদের পতন হইবে এবং কখনও তাহারা সেই মোকাম-মর্যাদা পুনরায় অর্জন করিতে পারিবে না। ইয়া’জুজ ও মা’জুজ অর্থাৎ পশ্চিমা খৃষ্টান জাতিগুলি ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইতিপূর্বেই রাজনৈতিক শক্তির সর্বোচ্চে উঠিয়াছে এবং সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছে। কুরআনের উক্তির মর্ম— তাহারা প্রত্যেক অনুকুল অবস্থানসমূহ দখল করিবে এবং সমগ্র জগতের উপর কর্তৃত্ব করিবে।