পূর্ববর্তী কিছু আয়াতে আল্লাহ্র কোন কোন নবী এবং কোন কোন সৎ ব্যক্তির উল্লেখ একত্রে করা হইয়াছে। ইহা কোন কাকতালীয় ব্যাপার নহে। এই সকল নবীগণের একই স্থানে যুগপৎ উল্লেখ বিশেষ উদ্দেশ্য সম্বলিত। তাহাদের সকলের মধ্যেই একটি মিল আছে। তাহারা সকলেই কোন না কোন ভাবে দুঃখ-কষ্ট ও চরম দুর্দশা ভোগ করিয়াছিলেন এবং কঠোরতর পরীক্ষার মধ্যেও উচ্চতম ও মহোত্তম ধৈর্য এবং সহিষ্ণুতা প্রদর্শন করিয়াছিলেন। তাঁহারা সকল ধর্মের একই মূলনীতি— আল্লাহ্র তৌহীদের (একত্ববাদ)— শিক্ষা দিয়াছিলেন।