১৯১৩

আয়াতে ইউনুস (আঃ)-এর ক্রোধের কথা নির্দিষ্ট করিয়া বলা হয় নাই। বাহ্যতঃ আল্লাহ্‌তা’লার সঙ্গে তিনি রাগান্বিত হন নাই এবং রাগ করিতেও পারেন না। অবশ্যই তাঁহার জাতি তাঁহার আহ্বানে সাড়া না দেওয়াতে তাঁহার জাতির একগুয়েমী তাঁহাকে ক্রোধান্বিত করিয়া ছিল। কারণ আল্লাহ্‌র সঙ্গে এক জন নবীর ক্রোধান্বিত হওয়া কল্পনাও করা যায় না।আল্লাহ্‌তা’লার নির্বাচিত নবী-রসূলগণ আল্লাহ্‌র নির্দেশ ছাড়া কোন কাজ করেন না, এমনকি কোন কথাও বলেন না (২১ঃ২৮)। ‘লান্‌নাক্‌দিরা আলাইহে’ শব্দগুলির অর্থ ‘আমরা তাঁহাকে কখনও পাকড়াও করিব না’ ‘তাহার জন্য আমরা কোন দুঃখ-কষ্ট বা বিপদ নির্ধারিত করিব না।’ (লিসান, আকরাব)।