১৯০৮

হযরত দাউদ (আঃ)-এর সমর শক্তি সম্বন্ধে আবারও এই আয়াতে উল্লেখ হইয়াছে এবং সমরাস্ত্র এবং বর্ম নির্মাণ কাজে তাঁহার কৌশলপূর্ণ দক্ষতার প্রতিও এই আয়াতে বর্ণিত হইয়াছে। দাউদ (আঃ) বিভিন্ন প্রকারের সমরাস্ত্র আবিষ্কার করিয়াছিলেন যদ্বারা তিনি বহু গুরুত্বপূর্ণ বিজয় লাভ করিয়াছিলেন। তাঁহার শাসনামলে ইসরাঈলী রাজত্ব ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়াছিল। ইসরাঈলী ইতিহাসে ইহা ছিল সুবর্ণ যুগ।