১৯০৩

হযরত ইব্‌রাহীম ‘ঊর’ (মেসোপটেমিয়া) হইতে ‘হারান’ পর্যন্ত ভ্রমণ করিয়াছিলেন এবং আল্লাহ্‌তা’লা কর্তৃক নির্দেশিত হইয়া তিনি সে স্থান হইতে কেনান গিয়াছিলেন, যে দেশ তাঁহার পরবর্তী বংশধরগণকে দেওয়ার জন্য আল্লাহ্‌ নির্ধারিত রাখিয়াছিলেন। এই ভ্রমণের এক নির্দিষ্ট লক্ষ্য এবং বিশেষ উদ্দেশ্য ছিল। ঐশী-পরিকল্পনা এবং কর্মসূচী অনুসরণে পবিত্র নবীগণ অথবা তাহাদের অনুসারীগণকে কোন না কোন সময়ে নিজেদের মাতৃভূমি হইতে হিজরত করিতে হইয়াছে।