১৯০২

আগুন কিভাবে শান্ত হইয়াছিল বলা হয় নাই। সময় মত বৃষ্টি অথবা প্রবল ঝঞ্ঝা হয়ত উহাকে নিভাইয়া দিয়াছিল। যেভাবেই হউক আল্লাহ্‌তা’লা এমন অবস্থা সৃষ্টি করিয়াছিলেন যাহা ইব্‌রাহীম (আঃ)-কে রক্ষা করিয়াছিল। অলৌকিক বিষয় সর্বদাই রহস্যাবৃত হয় এবং হযরত ইব্‌রাহীম (আঃ)-এর আগুন হইতে বাচিয়া যাওয়া নিঃসন্দেহে এক অত্যাশ্চর্য অলৌকিক রহস্য। হযরত ইব্‌রাহীম (আঃ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইয়াছিল। ইহা কেবল ইহুদীগণ কর্তৃকই স্বীকৃত নহে, প্রাচ্যের খৃষ্টানগণও ইহাতে স্বীকৃতি দেয়— উক্ত ঘটনার স্মৃতি উৎসব উদযাপনের জন্য সিরীয় পঞ্জীতে দ্বিতীয় কেনুন বা জানুয়ারী মাসের ২৫ তারিখের দিনটি পৃথকভাবে চিহ্নিত করা আছে (Hyde, De Rel, vet Pers, P. ৭৩); See also Mdr. Rabbah on Gen. par ১৭ Schalacheleth Hakabala, ২; Maimon de Idol. Ch ১; and Jad Hachazakah vet, ৬).