১৯০১

এই আরবী প্রকাশ ভঙ্গীর অর্থঃ (ক) তাহারা পূর্বের কুফরীর অবস্থায় ফিরিয়া গেল, অথবা তাহাদের পূর্বেকার অসদাচরণে ফিরিয়া গেল; (খ) সঠিক পথ গ্রহণ করার পর পুনরায় তাহারা বাদানুবাদে প্রত্যাবর্তন করিল, (গ) তাহারা লজ্জায় মস্তক অবনত করিল এবং সম্পূর্ণ হতবাক হইয়া গেল (লেইন এবং মায়ানী)।