১৯০০

আয়াতে উল্লেখিত অর্থ ছাড়াও আরবী ভাষায় প্রকাশিত উক্তি হযরত ইব্‌রাহীম (আঃ) কর্তৃক প্রতিমা উপাসকদিগের সহিত সচরাচর কথা বলার অভ্যাসগত শ্লেষাত্মক ভঙ্গি হইতে পারে। এই ক্ষেত্রে শব্দগুলির অর্থ এরূপ কিছু হইবেঃ আমি কেন ইহা করিব? তাহাদের বড়টি করিলে করিতে পারে। অর্থাৎ ঘটনার সত্যতা কোন প্রশ্নের বা আমার কৈফিয়তের প্রয়োজনের অপেক্ষা রাখে না যে, আমিই এই কাজ করিয়াছি। যদি আমি ইহা না করিয়া থাকি, তাহা হইলে এই প্রাণহীন অচেতন প্রস্তর খণ্ডগুলি কি এই কাজটি করিতে পারেঃ হযরত ইব্‌রাহীম (আঃ) মনে হয় তাঁহার জাতির লোকদিগকে তিরস্কার করিয়াছিলেন এবং তাহাদের প্রতিমা-উপাসনা-ভিত্তিক এই ধর্মের অসারতা তাহাদিগকে অবহিত করিয়াছিলেন—প্রথমে মূর্তিগুলিকে ভাঙ্গিয়া দিয়া এবং তারপর প্রতিমাগুলিকে জিজ্ঞাসা করিবার জন্য ভক্তদিগকে এই মর্মে চ্যালেঞ্জ করিয়া যে, উহারা যদি কথা বলার শক্তি রাখে, তবে তাহাদিগকে বলিয়া দিতে বল যে কে উহাদিগকে ভাঙ্গিয়াছে।