১৯০

আল্লাহ্‌র প্রতি ভালবাসা সকল ধর্মীয় শিক্ষার নির্যাস। আল্লাহ্‌র সঙ্গে ভালবাসার প্রতি ইসলাম যত বেশী গুরুত্ব দিয়াছে,অন্য কোন ধর্ম ততটা দেয় নাই। মহানবী (সাঃ) আল্লাহ্‌র মধ্যে এতই নিমগ্ন থাকিতেন যে, আরবের পৌত্তলিকরা পর্যন্ত বলিত, ‘মুহাম্মদ তার আল্লাহ্‌র প্রেমে পড়েছে’। আল্লাহ্‌র সৌন্দর্যাবলী, আল্লাহ্‌র কল্যাণকারিতা এবং আল্লাহ্‌র অন্যান্য হিতৈষণাপূর্ণ গুণাবলী যাহা মানুষের মনে প্রেম, ভক্তি, ভালবাসা ও আকর্ষণ সৃষ্টি করে, কুরআন ঐ গুণগুলিকে এত পূর্ণভাবে বার বার বর্ণনা করিয়াছে, যে, অন্যান্য বিষয়াদির তুলনায় তাহা অনেক বেশী।