১৯

‘মুত্তাকী’ শব্দটি ‘ওয়াকা’ হইতে উৎপন্ন, যাহার অর্থ ক্ষতিকর বস্তু হইতে বাঁচিয়া থাকা। ‘ভিকায়া’ অর্থ ‘বর্ম’; ‘ইত্তাকা বিহি’ — (মুত্তাকী হইল ইত্তাকার কর্তা) — অর্থ সে ইহাকে বা তাহাকে বর্মরূপে গ্রহণ করিল (লেইন)। হযরত রসূল করীম (সাঃ)-এর একজন প্রসিদ্ধ সাহাবী উবাই-বিন-কাব ‘তাক্‌ওয়া’র ব্যাখ্যা দিতে গিয়া সুন্দরভাবে বলিয়াছেন, মুত্তাকী সেই ব্যক্তি যে কন্টকাকীর্ণ জঙ্গলের ভিতর দিয়া এমনি সাবধানে চলে যাহাতে তাহার কাপড়-চোপড় কাটায় জড়াইয়া না যায় বা গুল্মের শাখা-প্রশাখায় লাগিয়া না ছিড়ে (কাসীর)। অতএব, মুত্তাকী হইলেন এমনই ব্যক্তি যিনি আল্লাহ্‌কে ঢাল, বর্ম বা আশ্রয় রূপে গ্রহণ করিয়া, অতি সাবধানতার সহিত সর্বদা পাপকর্ম হইতে আত্মরক্ষা করেন এবং নিজের কর্তব্য সযত্নে পালন করিয়া থাকেন। ‘ধর্মপরায়ণদের জন্য পথ-নির্দেশ’ শব্দগুলি দ্বারা ইহাই বুঝায় যে, কুরআনে যে পথ দেখানো হইয়াছে, তাহা অনন্ত-অসীম। ইহা মানুষকে সীমাহীন আধ্যাত্মিক উন্নতি লাভে সাহায্য করে এবং আল্লাহ্‌তা’লার ক্রমবর্ধমান অনুগ্রহ প্রাপ্তির জন্য মানুষকে ক্রমাগতভাবে যোগ্য হইতে যোগ্যতর করিয়া তুলে।