১৮৯৯

জনসমক্ষে হযরত ইব্‌রাহীম (আঃ)-কে হাজির করা হইয়াছিল। ইহার দুইটি কারণ হইতে পারে যে, যাহারা তাহাকে প্রতিমা সম্বন্ধে কুৎসা করিতে শুনিয়াছিল, তাহাদের সাক্ষ্য গ্রহণ করা অথবা তাঁহার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করার পর তাহাকে কি শাস্তি দেওয়া উচিৎ সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই শাস্তির দৃশ্য অবলোকন করা যাহা হযরত ইব্‌রাহীম (আঃ)-কে প্রদান করার উদ্দেশ্য ছিল।