১৮৯৬

আয়াত এই পরম সত্যের দিকে অঙ্গুলী নির্দেশ করিতেছে যে, নবীগণ যখন আল্লাহ্‌র সম্বন্ধে কথা বলেন তখন ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন, তাঁহারা মানুষকে আল্লাহ্‌র দিকে আহ্বান শুধু এই কারণে করেন না যে, আল্লাহ্‌র অস্তিত্বের চাহিদা মানবের স্বভাবেই নিহিত রহিয়াছে, বরং তাঁহারা পূর্ণ আস্থা এবং অবিচল প্রত্যয়ের সঙ্গেই এরূপ করিয়া থাকেন (১২ঃ১০৯)।