‘মা’ উক্তি এখানে ঘৃণা-সূচক এবং প্রশ্ন-সূচক নহে। প্রতিমা উপাসকদিগের সঙ্গে কথা বলার সময় হযরত ইব্রাহীম (আঃ) সাধারণভাবে বিদ্রুপের ব্যবহার করিয়াছিলেন (দেখুন ৬ঃ৭৭,৭৮, ৭৯)। মনে হয় তিনি তাঁহার জাতিকে বলিয়াছিলেন, কিরূপ নিষ্ফল এবং তুচ্ছ এই মূর্তিগুলি যে সবের তোমরা উপাসনা কর। হযরত ইব্রাহীম (আঃ) যেখানে শ্লেষপূর্ণভাব ব্যবহার করিয়াছিলেন, সেখানে হযরত ঈসা (আঃ) রূপকে কথা বলিয়াছিলেন।