১৮৯৪

‘মুবারাকুন’ (অর্থ—-মঙ্গল, ভাল) শব্দ এইসকল ভাব প্রকাশ করে যেমনঃ স্থিরতা, দৃঢ়তা, মঙ্গল, প্রাচুর্য, উন্নয়ন এবং সংগ্রহ ইত্যাদি (লেইন)। ইহা শুধু কুরআনের জন্যই সংরক্ষিত এক বিশেষ বিশেষণ বা গুণাবাচক উক্তি (৬ঃ৯৩) এবং এই নামের মধ্যে ইহার বৈশিষ্ট্যপূর্ণ স্বাতন্ত্র অন্তর্ভুক্ত রহিয়াছে। ‘মুবারাকুন’ অর্থ মঙ্গলপূর্ণ হওয়ায় কুরআন করীম সকল সদগুণাবলী নিজের মধ্যে একত্রিভূত করিয়াছে, যাহার অধিকারী হওয়াই এক ঐশী-গ্রন্থের পক্ষে সমীচীন। এমন কোন মঙ্গল নাই যাহা প্রচুর পরিমাণে ইহা ধারণ করে না এবং যাহা তুলনায় অন্যান্য গ্রন্থ হইতে শ্রেষ্ঠতর নহে।