১৮৮৯

এখানে অগ্নি অর্থ যুদ্ধের অগ্নি যাহা কাফেরেরা নিজেরাই প্রজ্জ্বলিত করিয়াছিল এবং উহাতে তাহারাই ধ্বংস হইয়াছিল। তাহারাই ইসলামের বিরুদ্ধে তরবারি উঠাইয়াছিল এবং তরবারি দ্বারাই তাহারা বিনষ্ট হইয়াছিল। ‘তাহাদের মুখমণ্ডল হইতে’ শব্দগুলির মর্ম এই যে, শাস্তি তাহাদের সম্মুখে দেখিবে অর্থাৎ উহার নিদর্শনসমূহ প্রকাশিত এবং দৃষ্টি গোচর হইবে। ‘এবং না তাহাদের পৃষ্ঠদেশ হইতে’ উক্তির মর্ম এই যে, শাস্তি আসিয়া তাহাদিগকে অতর্কিতে ধৃত করিবে। অধিকন্তু শাস্তি তাহাদের সকলকে আচ্ছন্ন করিয়া ফেলিবে— তাহাদের নেতাগণকে এবং সাধারণ জনগণকে (উজুহু শব্দের অন্য অর্থ সর্দারগণ-লেইন)।