১৮৮৭

ইসলামের মহানবী (সাঃ)-এর পূর্বের ধর্মীয় পদ্ধতি এবং বিধানসমূহের আধ্যাত্মিক পতন এবং বিলুপ্তি নির্ধারিত ছিল। নবী করীম (সাঃ) প্রদত্ত ইসলামের একমাত্র বিধান যাহা যিন্দা থাকা এবং শেষ সময় পর্যন্ত চলিতে থাকা অবধারিত ছিল। আয়াতের অন্তর্নিহিত মর্ম ইহাও হইতে পারে যে, কোন মানুষই লয় বা মৃত্যু হইতে মুক্ত নহে, এমনকি নবী করীম (সাঃ) ও নহেন। চিরস্থায়ী এবং চিরঞ্জীব হওয়া একমাত্র আল্লাহ্‌তা’লার একান্ত নিজস্ব গুণ।